Sunday 23 April 2017

ফৌজদারি মামলার কারণ ভূমি ও নারী: আইনমন্ত্রী


প্রকাশিত :২০.০৪.২০১৭, ১১:৪০ পূর্বাহ্ণ

law-minister
Add caption
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি মামলার দুটি কারণ। একটি ভূমি, আরেকটি নারী।
সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফৌজদারি আইনবিদ হিসেবে বুধবার (১৯ এপ্রিল) তিনি এ কথা বলেন। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে ২৯ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন।
প্রশিক্ষণের আলোকে জনগণকে উন্নত সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ দুটি বিষয় গুরুত্ব দেয়। জীবন ও ভূমি। ভূমির সঙ্গে কেবল অর্থের সম্পর্ক নয়। এটির সঙ্গে পরিচয়েরও বিরাট সম্পর্ক রয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো মেয়ে ১৮ বছরের আগে ও কোনো ছেলে ২১ বছরের আগে বিয়ে করতে পারবেন না। এটা হচ্ছে আইন। আইনের ‘এক্সেপশন’ থাকে। অনেক সময় জরুরি অবস্থা মোকাবিলা করতে একটা বিধান থাকে। সে রকমভাবে এই আইনেও একটা বিধান আছে। এটা ‘রুল’ না। জরুরি অবস্থায় অভিভাবক ও আদালত দুইয়ের সম্মতিতে জরুরি অবস্থার কারণে একটা মেয়ে ও ছেলে বিয়ে হতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ।

No comments:

Post a Comment

60-Minute Cruise Around the Statue of Liberty

Get up close to one of the world's most famous monuments and the emblematic entrance to New York's harb...